সুনামগঞ্জের জামালগঞ্জ থানা পুলিশ রক্তি নদীতে অভিযান চালিয়ে ২৬৪ বোতল এসি ব¬্যাক ব্র্যান্ডের ভারতীঢ মদসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হচ্ছে, জামালগঞ্জ উপজেলার সোনাপুর গ্রামের বাসিন্দা মো. সাকিবুর (৩০), মো. জুনেল মিয়া (৩২) ও মো. সাজমুল (২৪)।
রোববার (০৪ মে) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলা রক্তিনদীর সাচনা বাজার এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় এসি ব¬্যাক ব্র্যান্ডে ২৬৪ বোতল মদ সহ ৩ জনকে আটক করে।
পুলিশ জানায়, রোববার ভোর সাড়ে ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নের দুর্লভপুর এলাকায় রক্তিনদীতে অভিযান চালিয়ে এসি ব¬্যাক ব্র্যান্ডের ভারতী ২৬৪ বোতল মদসহ সোনাপুর গ্রামের বাসিন্দা মো. সাকিবুর, মো. জুনেল মিয়া ও মো. সাজমুলকে আটক করে।
জামালগঞ্জ থানার (ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে জামালগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে তাদের সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে ।