শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

সুনামগঞ্জে ভূমি অধিগ্রহনের চেক হস্তান্তর

সুনামগঞ্জ প্রতিনিধি
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ১১:৪২ পিএম

সুনামগঞ্জে অধিগ্রহনকৃত ভূমির ক্ষতিগ্রস্থ ২৬ ভূমি মালিককে ক্ষতিপূরণের ১২ কোটি ৭৬ লাখ ৪৬ হাজার ৬৩৯ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। রোববার (২২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অধিগ্রহনকৃত ভূমি মালিকদের চেক হস্তান্তর করা করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ছব্বির আহমদ অকুনঞ্জি, অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) সমর কুমার পালসহ ভূমি মালিকগণ উপস্থিত ছিলেন।

সিলেট জোনের সুনামগঞ্জ সড়ক বিভাগের “সুনামগঞ্জ-মদনপুর-দিরাই-শাল্লা-অজমিরিগঞ্জ-হবিগঞ্জ মহাসড়কের শাল্লা-জলসুকা সড়কাংশের নির্মাণ” শীর্ষক প্রকল্পের ভূমি অধিগ্রহন ২৪ জন মালিককে ৭ কোটি ২৩ লাখ ৭১ হাজার ৭৪৬ টাকা ও সুনামগঞ্জ জেলার ছাতক পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্পে একজন ভূমি মালিককে ৭ লাখ ৯১ হাজার ১৪২ টাকা এবং গোবিন্দগঞ্জ-ছাতক-দোয়ারাবাজর সড়কের ছাতক সুরমা নদীর উপর এপ্রোচ সড়ক নির্মাণ প্রকল্পে একজন ভূমি মালিককে ৫ কোটি ৪৪ লাখ ৮৩ হাজার ৭৫১ টাকার চেক হস্তান্তর করা হয়।

এই বিভাগের আরো খবর
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com