বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

সুনামগঞ্জে মামলা জট কমাতে ভুমিকা রাখছে গ্রাম আদালত

সুনামগঞ্জ প্রতিনিধি
  • রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ১০:৩৪ পিএম

সুনামগঞ্জে মামলা জট কমাতে ভূমিকা রাখছে গ্রাম আদালত। রোববার (১৬ মার্চ) সুনামগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে ও ইপসা, ইউএনডিপি এবং ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের অধীনে গ্রাম আদালত কার্যক্রমের সচেতনতা তৈরিতে জেলা পর্যায়ের অংশীজনদের নিয়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্তে অনুষ্ঠিত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ও জেলা ম্যজিস্ট্রেট ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

সভাপতির স্বাগত বক্তব্যে মোহাম্মদ রেজাউল করিম বলেন, গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনা তৈরিতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভার উদ্দেশ্য সংক্ষিপ্ত বর্ণনা করেন।

উপপরিচালক সভায় আরও বলেন, গত সভার সিদ্ধান্তের আলোকে গৃহীত উদ্যোগের ফলে ধীরে ধীরে গ্রাম আদালতের মামলা সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাই সকল দপ্তরের মাধ্যমে চলমান কার্যক্রমে গ্রাম আদালত প্রচারণা কার্যক্রম অব্যাহত রাখার আহব্বান জানান।

তিনি বলেন, গ্রাম আদালত বিষয়ে প্রচারণার জন্য প্রতিটি ইউনিয়নে ভিডিও প্রদর্শণ, উপজেলা রিসোর্স টীমের প্রশিক্ষণ, গ্রাম আদালত প্রচারণা ক্যাম্পেইন, লিফলেট বিতরণ, ইউপি চেয়ারম্যানের সাথে জুম মিটিং চলমান রয়েছে।

উপপরিচালক আরও বলেন, গ্রাম আদালতের মাধ্যমে আগামীতে উচ্চ আদালতের মামলার জট কমাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া ও জেলা ম্যাজিস্ট্রেট বলেন, গ্রাম আদালত বিচারিক পদ্ধতি সম্পর্কে গ্রামীন জনগোষ্ঠির এখনও ধারণার অভাব রয়েছে। তাই গ্রাম আদালত বিষয়ে ব্যাবপক প্রচারণার উদ্যোগ গ্রহণ করতে হবে। একই সাথে গ্রাম আদালত সেবা সম্পর্কে ইউনিয়ন পরিষদ প্রতিনিধিদের প্রশিক্ষিত করতে হবে। যাতে করে তারা বিচারপ্রার্থীদের সঠিক সেবা প্রদান করতে পারে ।

সভায় সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন,অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সমর কুমার পাল সহ জেলা পর্যায়ে বিভিন্ন দফতরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com