শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

সুনামগঞ্জে মাসব্যাপী শিল্প-পণ্য বাণিজ্য মেলার উদ্বোধন

সুনামগঞ্জ প্রতিনিধি
  • রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫, ১১:১২ পিএম

সুনামগঞ্জে মাসব্যাপী শিল্প-পণ্য বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে। রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৭ টায় সুনামগঞ্জ ষোলঘরস্থ ক্রীড়া সংস্থার মাঠে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

জেলা প্রশাসনের উদ্যোগে ও জেলা পুলিশের সহযোগিতায় এবং বাংলাদেশ বেনারসি মসলিন এন্ড জামদানী সোসাইটির ব্যবস্থাপনায় এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খান, পিপিএম, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেরেনুর আলী, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুনাজ্জির হোসেন সুজন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ বেনারসি মসলিন এন্ড জামদানী সোসাইটির সভাপতি মঈন খান বাবলু।

অয়োজক সূত্রে জানাযায়, এ শিল্প-পণ্য বাণিজ্য মেলায় অন্তত একশতটি স্টল বসেছে। মেলা চলবে আগামী এক মাস।

এই বিভাগের আরো খবর
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com