শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

সুনামগঞ্জে মুদি দোকানি হত্যা মামলায় গ্রেফতার ৩

সুনামগঞ্জ প্রতিনিধি
  • শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪, ১০:২০ পিএম

সুনামগঞ্জে মুদি দোকানি আমির উদ্দিন হত্যা মামলায় পুলিশ ৩ আসামিকে গ্রেফতার করেছে। শুক্রবার (৫ এপ্রিল) বিকেলে সুনামগঞ্জ সদর থানার ওসির কক্ষে ওই মামলার অগ্রগ্রতি বিষয়ে এক প্রেসব্রিফিং করেছে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ।

প্রেস ব্রিফিং-এ অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) রাজন কুমার দাস জানান, ৩১ মার্চ ৩ টার দিকে দুর্বৃত্তরা সুনামগঞ্জ সদর উপজেলার মঈনপুর গ্রামে মুুদ দোকানি আমির উদ্দিনের দোকানে ঢুকে ধারালো ছুরি দিয়ে এলোপাথারি কুপিয়ে আমির উদ্দিনকে হত্যা করে দুর্বৃত্তরা। ওই দিন আমির উদ্দিনের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে গ্রামের মজনু ও পাবেল নামের দুইজনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ আসামি মজনু(২৬)কে গ্রেফতার করে। মজনু মঈনপুর গ্রামের আব্দুর রউফের ছেলে। পরে আসামি মজনুর স্বীকারোক্তিতে জেলার দোয়ারাবাজার উপজেলার ভোজনা উমরপুর গ্রামের ফকির শাহ’র ছেলে রমজান(১৩)কে গ্রেফতার করে পুলিশ। আসামি রমজান আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। রমজানে দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ হত্যাকান্ডে জড়িত থাকা জাাহিদুল ইসলামকে গ্রেফতার করে।

অন্যান্য আসামিদের গ্রেফতারে বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালাচ্ছে বলেও জানান, অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস। প্রেস ব্রিফিং-এ সুনামগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খান, সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি খালেদ চৌধুরী উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, আমির উদ্দিন তার মুদি দোকানে ডিজেল বিক্রি করতেন। আসামি মজনু মিয়াসহ আসামিদের কাছে ডিজেল বিক্রি না করার কারণে ৩১ মার্চ রাতে আমির উদ্দিনকে তারা পরিকল্পিতভাবে হত্যা করে।

এই বিভাগের আরো খবর
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com