সুনামগঞ্জ-সিলেট সড়কের শান্তিগঞ্জ উপজেলার পূর্বপাগলায় একটি যাত্রীবাহি বাস খাদে পড়ে টিপু মিয়া (৩৫) ও রূপা বেগম (১০) নামের দুইজন নিহত হয়েছে।
নিহত টিপু মিয়া দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের আলীনগর গ্রামের আঞ্জব আলীর ছেলে ও রূপা বেগম একই গ্রামের শমসের আলীর মেয়ে।
শুক্রবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দামোধরতপী এলাকার নোয়াগাঁও গ্রামের সামনে এ সড়ক দূর্ঘটনাটি ঘটে। এসময় আরও ৪ জন আহত হয়েছেন।
পুলিশ জানায়, সিলেট থেকে দিরাইমুখী একটি যাত্রীবাহী বাস দামোধরতপী নোয়াগাঁও এলাকায় পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই টিপু মিয়া ও রূপা বেগমের মৃত্যু হয়। এসময় আরও ৫জন গুরুতর আহত হয়েছেন। প্রথমে স্থানীয়রা ও পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন হতাহতদের উদ্ধার করেন। আহতদের সুনামগঞ্জ সদর ও সিলেট হাসপাতালে পাঠানো হয়েছে।
জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শ মো. সেলিম নিশ্চিত করে জানন, মৃদদেহ উদ্ধার করে সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।