সুনামগঞ্জে বাউল সাধক, সমাজ সংস্কারক,দার্শনিক গীতিকার, সুরকার ও গায়ক লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস পালিত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যা পৌণে ৭ টায় জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তে সস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে, সুনামগঞ্জ জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ও জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতা দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে লালন সাঁইয়ের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন,সুনামগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগী প্রধান অধ্যাপক রোকসানা পারভীন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. জাকির হোসেন,লেখক গবেষক সুবাস উদ্দিন প্রমুখ।
জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার দিপান্বিতা দেবীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল।
স্বাগত বক্তব্যের পরপরই লালন সাঁইয়ের জীবন নিয়ে ছোট একটি ডকুমেন্টারি উপস্থাপন করা হয়।
এরপর মুল প্রবন্ধ উপস্থাপনা করেন সুনামগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগি অধ্যাপক মো. জাকির হোসেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. মতিউর রহমান খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও তথ্য প্রযুক্তি) তাপস শীল, জেল সুপার মাইন উদ্দিন ভূইঁয়াসহ শিক্ষক- শিক্ষার্থী ও স্থানীয় সংস্কৃতিকর্মীগণ।
পরে স্থানীয় শিল্পীরা লালন সাঁইয়ের গান পরিবেশন করেন।