বধ্যভূমিতে মোমবাতি প্রজ্জ্বলন, পুষ্পস্তবক অর্পন ও আলোচনা সভার মধ্যদিয়ে সুনামগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬ টায় সুনামগঞ্জ পিটিআইস্থ বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।
এসময় পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, সুনামগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ জাকির হোসেন, সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিজন কুমার সিংহ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য প্রযুক্তি) শেখ মহি উদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের সাবেক কমান্ডার হাজী নূরুল মোমেন প্রমুখ। পরে এক মিনিট নিরবতা পালন বধ্যভূমিতে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।
এর আগে সকালে দিবসটি উপলক্ষে জেলা কালেক্টরেট চত্বরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। এসময় পুলিশ সুপার মোহাম্মদ এহ্সান শাহ সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখ্ত, সুনামগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক , মোহাম্মদ জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিজন কুমার সিংহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ. কে. এম. আব্দুল্লাহ বিন রশিদ, ীতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য প্রযুক্তি) শেখ মহি উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
বপুষ্পস্তবক অর্পণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। এতে জনপ্রতিনিধি, জেলা পর্যায়ে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা উপস্থিত ছিলেন।