সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ববীরগাঁও ইউনিয়নের বীরগাঁও গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে সাবেক ও বর্তমান দুই ইউপি চেয়ারম্যানের লোকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন।
সংঘর্ষ থামাতে গিয়ে শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যন ফারুক আহমদ ঢিলের আঘাতে আহত হন। তিনি সিলেটে সিটিস্ক্যান করানো জন্য যাচ্ছেন বলে জানা গেছে।
গুরুতর আহত ৪ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যান্য আহতদের সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালর চিকিৎসা দেয়া হচ্ছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানাযায়নি।
সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা বীরগাঁও গ্রামে বর্তমান ইউপি চেয়ারম্যান রাইজুল ইসলাম ও সাবেক ইউপি চেয়ারম্যান নুর কালামের লোক জনের মধ্যে এসংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বীরগাঁও ইউনিয়নের বর্তমান ইউপি চেয়ারম্যান রাইজুল ইসলাম ও সাবেক ইউপি চেয়ারম্যান নুর কালামের লোক জনের মধ্যে বিরোধ চলে আসছি। রোববার গ্রামের মাঠে ফুটবল খেলায় উভ পক্ষের মধ্যে তর্কবিতর্ক হয়। এরজের ধরে সোমবার সকালে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পরে। সংঘর্ষ থামাতে গিয়ে শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ সহ ৪০ জন হয়। আহতদের মধ্যে ৪ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যান্য আতহদের সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
শান্তিগঞ্জ থানার ওসি মো. জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।