সুনামগঞ্জে একটি মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। তার নাম জাকির হোসেন(৫০)। তিনি জেলার ছাতক উপজেলার ইসলামপুরের গ্রামের ফিরোজ মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
সুনামগঞ্জ জেলা কারাগারের জেল সুপার শরীফুল আলম জানান, জাকির হোসেন ৮ জুলাই একটি চেক ডিজঅনার মামলায় তিন মাসের দÐদেন আদালত। ওই দিনই আদালতের নির্দেশে তাকে জেলা কারাগারে পাঠানো হয়। বৃহস্পতিবার দুপুরে হঠাৎ তার বুকে ব্যাথা অনুভব করলে সঙ্গে সঙ্গে তাকে সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে পাঠানো হয়।
সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রবীন্দ্র তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান, কয়েদি জাকির হোসেনকে কারাগারের লোকজন হাসপাতালে নিয়ে আসার আগেই মারাযান। তবে কি কারণে মারা গেছেন প্রাথমিকভাবে তা বলা যাচ্ছেনা। ময়না তদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে বলেও জানান ওই চিকিৎসক।