গণগ্রেফতার হত্যা, গণগ্রেফতার ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে এবং ৯ দফা দােিত সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে ।
শনিবার (০৩ আগস্ট) দুপুরে সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাস্টেশন এলাকায় গিয়ে সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা সরকার বিরোধী বিভিন্ন শ্লোগান দেয়।
পরে সমাবেশে শিক্ষার্থীরা বলেন, আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ গুলি ছুড়েছে। আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত কেন ? অবিলম্ভে গ্রেফতাকৃতদের নি:শর্ত মুক্তি, বিশ^বিদ্যালয় ও হল এবং শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানান। এসময় শিক্ষার্থীরা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবে।
বিক্ষোভ মিছিলে সুনামগঞ্জের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।