শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

সুনামগঞ্জে সুজনের মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি
  • শনিবার, ৫ আগস্ট, ২০২৩, ৮:০৫ পিএম

শনিবার (৫ আগস্ট) বেলা ১১ টায় স্থানীয় ট্রাপিক পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সুজনের সুনামগঞ্জ জেলা কমিটির উপদেষ্টা পরিষদ সদস্য সাবেক অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম, সুনামগঞ্জ পরিবেশ আন্দোলনের সভাপতি একেএম আবু নাসার, সুজন জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নুরুল হাসান আতাহার, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হেলেনা আক্তার, সদর উপজেলা কমিটির সভাপতি অধ্যাপক ফারুক রশিদ, আশরাফ আলী, অ্যাডবোকেট শাহীনুর রহমান, তুজ্জামুল হক নাসরুম, আব্দুল গণি পাঠান প্রমুখ।

সুজনের জেলা সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক ফজলুল করিম সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী আগামী ১ নভেম্বর ২০২৩ থেকে ২৯ জানুয়ারি ২০২৪-এর মধ্যেই দ্বাদশ জাতীয় সংসদ নিবার্চন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কোনো কারণে সংসদ ভেঙ্গে গেলে পরবর্তী নব্বই দিনের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানের বিধান রয়েছে।

বক্তারা আরও বলেন, ‘সুষ্ঠু ও যথাযথ আয়োজনে নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসনের আচরণ নিরপেক্ষ হতে হবে। নির্বাচনি ক্ষেত্রে সমতা থাকতে হবে প্রত্যেক রাজনৈতিক দলের জন্য। ১৯৯৬ সালে রাজনৈতিক দলগুলো নিরপেক্ষ নির্বাচনের জন্য যে তত্ত্বাবধায়ক সরকার করেছে সেটা ভেঙে দেওয়ার মাধ্যমে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সেটা নিশ্চিত করতে সস্তা শ্লোগানের বাইরে এসে রাজনৈতিক দলগুলো মূল সমস্যা চিহ্নিত করতে হবে।’

এই বিভাগের আরো খবর
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com