বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

সুনামগঞ্জে হত্যা মামলায় তিন সহোদরের যাবজ্জীবন

সুনামগঞ্জ প্রতিনিধি
  • মঙ্গলবার, ২০ জুন, ২০২৩, ১২:৫৪ এএম

সুনামগঞ্জে হত্যা মামলায় তিন সহোদরকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থ দণ্ড দিয়েছেন আদালত। অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদÐের আদেশও দিয়েছে বিচারক

যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হলেন, জেলার ছাতক উপজেলার কাজীরগাঁও গ্রামের ওয়াহিদ আলীর ছেলে ছফির আলী, তারিজ আলী ও জাহিদ আলী।

সোমবার (১৯ জুন) দুপুরে সুনামগঞ্জে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মহিউদ্দিন মুরাদ এ রায় প্রদান করেন।

আদালত সূত্র জানায়, দীর্ঘদিন ধরে জেলার ছাতক উপজেলার কাজীরগাঁও গ্রামের জমির সীমানা নিয়ে কনুফর আলীর সঙ্গে একই গ্রামের হাজী আব্দুল ওয়াহাব আলীর বিরোধ চলে আসছিল। ২০০৭ সালের ১লা ডিসেম্বর কনুফর আলী ওই জমির সীমানায় গেলে প্রতিপক্ষ ওয়াহাব আলী লোকজন নিয়ে বাধা দেয়ার এক পর্যায়ে দের্শী অস্ত্র-সস্ত্র নিয়ে কনুফর আলী ও তার ছেলে নূর আলীসহ অন্যান্যদের ওপর হামলা করে। এতে নূর আলী মাটিতে লুটিয়ে পড়েন। তাদের চিৎকারে গ্রামের লোকজন এগিয়ে এলে ওয়াহাব আলী ও তার লোকজন চলে যায়। নূর আলীর নিথর দেহ মাটিতে পড়ে থাকতে দেখে লোকজন ছাতক থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে। ওই দিন নিহত নূর আলীর ছোট ভাই নূরুল ইমসলাম বাদী হয়ে হাজী আব্দুল ওয়াহাব আলীকে ১ নম্বর আসামি করে ১৬ জনের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের কেেরন। তদন্ত শেষে পুলিশ ছফির আলী, তারিজ আলী ও জাহিদ আলীসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জসীট দাখিল করেন।

দীর্ঘ শুনানী শেষে ছফির আলী, তারিজ আলী ও জাহিদ আলীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। অর্থ অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালতের বিচারক।

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com