পবিত্র ঈদ উল ফিতর উদযাপন উপলক্ষে যাত্রী সাধারণের ঈদ পরবর্তী যাত্রা নিরাপদ ও নির্বিঘœ করার লক্ষ্যে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৪টি যানবাহনকে মোটরযান আইনে ১৪ হাজার ৯ শত টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার(০৫ এপ্রিল) দুপুর ১টার দিকে সুনামগঞ্জ-সিলেট সড়কের ইকবাল নগরে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও বিআরটিএ-এর সমন্বয়ে এ অভিযান চালানো হয়।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানাগেছে, আজ শনিবার দুপুর ১টার দিকে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন উপলক্ষে যাত্রী সাধারণের ঈদ পরবর্তী যাত্রা নিরাপদ ও নির্বিঘœ করার লক্ষ্যে সুনামগঞ্জ-সিলেট সড়কের ইকবাল নগর এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) রবিউর রায়হানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়। এ সময় সুনামগঞ্জ বিআরটিএ-এর মোটরযান পরিদর্শক শফিকুল ইসলাম রাসেলসহ সদর মডেল থানার একদল পলিশ সদস্য ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন।
এ অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর আওতায় ভ্রাম্যমান আদালত বিভিন্ন অসংগতির জন্য ১৪টি যানবাহনকে ১৪ হাজার ৯শত টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউর রায়হান।