সুনামগঞ্জে অভিযান চালিয়ে ১৬ লাখ ৭৯ হাজার ৫শত টাকা ভারতীয় চিনি, ফুসকা ও সুপারী জব্দ করেছে বিজিবি। বুধবার (৮ জানুয়ারি) গভীর রাত থেকে ভোর ৫ টা পর্যন্ত জেলার সীমান্ত এলাকার লাউড়েরগড় বিওপি ও মাঠগাঁও বিওপির জোয়ানরা এসব অবৈধ মালামাল জব্দ করে।
সুনামগঞ্জ -২৮ বিজিবি সূত্র জানায়, বুধবার গভীর রাতে সীমান্ত এলাকার দেড়শত গজ বাংলাদেশ অভ্যন্তরে লাউড়েরগড় বিওপির জোয়ানরা অভিযান চালিয়ে ৭ হাজার ৩১০ কেজি ভারতীয় ফুসকা জব্দ করে। যার আনুমানিক মূল্য ১৪ লাখ ৬২ হাজার টাকা এরং মাঠগাঁও বিওপি ভোর ৫ টায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে দেড় হাজার কেজি ভারতীয় চিনি, ১৫ হাজার পিস সুপারী জব্দ করে। যার আনুমানিক মূল্য ২ লাখ ১৭ হাজার ৫ শত টাকা।
সুনামগঞ্জ-২৮ বিজিবির অধিনায়ক লে. কর্ণেণ এ কে এম জাকারিয়া কাদির বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্তে এধরনের অভিযান চলমান থাকবে।