বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

সুনামগঞ্জে ১৭ মন নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ

সুনামগঞ্জ প্রতিনিধি
  • বুধবার, ২৮ মে, ২০২৫, ১২:০৭ এএম

সুনামগঞ্জে শহরের সোমপাড়ায় অভিযান চালিয়ে বিভিন্ন সাইজের ১৭ মন নিষিদ্ধ পলিথিনের শপিং ব্যাগ জব্দ ও মজুদার দুই সহোদরকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের মজুতদাররা হলেন, শহরের সোমপাড়ার বাসিন্দ মৃত জমির মিয়ার ছেলে নিটল মিয়া (৪০) ও টুটুল মিয়া (৩৭)।

মঙ্গলবার (২৭ মে) বিকেলে ৪ টা থেকে ৫ টা পর্যন্ত সুনামগঞ্জ শহরের সোমপাড়া অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।

সূত্র জানায়, আজ মঙ্গলবার দুপুর সাড়ে ৩ টার দিকে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার রবিউর রায়হানের নেতৃত্বে শহরের সোমপাড়ায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। অভিযানের নিষিদ্ধ পলিথিনের শপিং ব্যাগ মজুতদার টুটুলের বাসা থেকে ১২ মণ ও নিটলের বাসা ৫ মণ নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।

ভ্রাম্যমান আদালতের বিচারক মজুতদার দুই সহোদরকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন।

পরিবেশ অধিদপ্তরের সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান প্রায় এক মাস অনুসন্ধান চালানোর পর আজ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথ অভিযান চালিয়ে সুনামগঞ্জে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ মজুদকারীদের ধরা হয়েছে।

তিনি আরও জানান, আজকের অভিযানে প্রসিকিউশন অফিসার ছিলেন, পরিবেশ অধিদপ্তরের সুনামগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. সাইফুল ইসলাম।

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com