সুনামগঞ্জের ধর্মপাশায় ২০ কেজি গাাঁজসহ ৩ গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের মহদীপুর স্পীডবোড ঘাট এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে, হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার গাজিপুর ইউনিয়নের আব্দার হাওর গ্রামের মৃত জিন্নাত আলীর ছেলে আমীর আলী (৩০), একই গ্রামের হারুন মিয়ার ছেলে ইমরান হোসেন সুমন (১৯) ও নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার খাতে সালেঙ্গা গ্রামের মো. সাদেক মিয়ার ছেলে কামাল মিয়া (২০)।
পুলিশ জানায়, হবিগঞ্জ জেলার চুনারুঘাট সুনামগঞ্জের ধর্মপাশা হয়ে নেত্রকোনার কলমাকান্দা হয়ে ঢাকা উদ্দেশ্যে একদল গাঁজা ব্যবসায়ী গাঁজা নিয়ে ধর্মপাশা সদর ইউনিয়নের মহদীপুর স্পীডবোড ঘাটে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ আমীর আলী, ইমরান হোসেন সুমন ও কামাল মিয়া (২০)কে আটক করা হয়।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আকটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়স্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।