সুনামগঞ্জ শহরের জগন্নাথবাড়ি রোডে অভিযান চালিয়ে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করছে বাজার মনিটরিং কমিটি। শনিবার (১৫ মার্চ) দুপুর ৩ থেকে বিকল সাড়ে ৪টা পর্যন্ত শহেের জগন্নাথবাড়ি এলাকায় এ অভিযান চালানো হয়।
বাজার মনিটরিং কমিটির সূত্রে জানাগেছে, আজ শনববার দুপুর ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সুনামগঞ্জ শহরের জগন্নাথবাড়ি রোডে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার মো. সাবির হাসন শাওনের নেতৃত্বে রাজার মনিটরিং কমিটি অভিযান চালিয়ে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণে তারিখ এবং পণ্যের প্যাকেটে মূল্য উলে¬খ না থাকার দায়ে মালামাল রাখার দায়ে গুড়েন আড়তদান দিলীপ নাগকে ১০ হাজার টাকা, ফুটপাতে মালামাল রাখার দায়ে সন্তোষ ষ্টারের মালিক সন্তোষ দেবকে এক হাজার টাকা, একই অপরাধে জয় গোপাল ষ্টোরের মালিক জিতেশ বনিককে এক হাজার টাকা এবং নষ্ট গুড় রাখার দায়ে চিত্ত রঞ্জন বণিক ষ্টোরের মালিক চিন্ময় বণিককে ৫ টাকা জরিমানা করা হয়।
বাজার মনিটরিং-এ আরও অংশ নেন জেলা ক্যাবর সিনিয়র সহসভাপতি মো. দিলোয়ার হোসন, সাধারণ সস্পাদক ও বাজার মনিটরিং কমিটির সদস্য মোহাম্মদ শাহজাহান চৌধুরী, বৈষম্যবিরাধী ছাত্র আদালন আহত ফয়সল আহমদ।
এসময় বাজার মনিটরিং কমিটিক সদর মডেল থানার একদল পুলিশ সদস্য সহযোগিতা করেন।