বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

সুনামগঞ্জে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

সুনামগঞ্জ প্রতিনিধি
  • মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ১১:৫১ পিএম

সুনামগঞ্জ শহরের পুরাতন জেলা রোডে অভিযান চালিয়ে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে এক হাজার ৪শত টাকা জরিমানা করেছে বাজার মনিটরিং কমিটি।

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুর সাড়ে ৩ টা থেকে বিকেল পৌণে ৫টা পর্যন্ত শহরের পুরাতন জেল রোডে এ অভিযান চালান।

সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার (এনডিসি) সাকিবুর রহমানের নেতৃত্বে অভিযানে অংশ নেন জেলা ক্যাবের সিনিয়র সহসভাপতি মো. দিলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ও বাজার মনিটরিং কমিটির সদস্য মোহাম্মদ শাহজাহান চৌধুরী প্রমুখ।

বাজার মনিটরিং কমিটির সূত্রে জানাগেছে, আজ মঙ্গলবার দুপুর সাড়ে ৩ টা থেকে বিকেল পৌণে ৫ টা পর্যন্ত শহরের পুরাতন জেলা রোডে বাজার মনিটরিং কমিটি অভিযান চালিয়ে মূল্য তালিকা না থাকার দায়ে মা-ট্রেডার্স নামের চালের দেকানী সুমন মিয়াকে ৩ শত টাকা, একই অপরাধে জয় ট্রেডার্স নামের চালেন দোকানীকে ৩ শত টাকা, গুড়ের প্যাকেটি মূল্য উল্লেখ না থাকায় মারজানা ভেরাইটজ স্টোরের মালিক জাবেদ নূরকে ৩ শত টাকা, খেজুর খোলা রাখার দায়ে ফয়েজ উদ্দিনকে ৩ শত টাকা এবং ফুটপাত দখল করে দোকান খোলারন কারণে সবজি দোকানীকে ২ শত টাকা জরিমানা করা হয়।

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com