শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

সুনামগঞ্জে ৭ই মার্চ উপদযাপনে প্রস্তুতি সভা

সুনামগঞ্জ প্রতিনিধি
  • বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:১১ পিএম

সুনামগঞ্জে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ ফেব্রæয়ারি) বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইবকাল-এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবু সাঈদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের সাবেক কমান্ডার হাজী নূরুল মোমেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসুমী মান্নান, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মজিদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক আলী।

অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন, সুনামগঞ্জ পৌর কলেজের সহকারি অধ্যাপক ও জেলা রোবার স্কাউটস-এর কমিশনার শাহ আবু নাসের, জেলা তথ্য অফিসার আব্দুস ছত্তার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ, জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল ইসলাম চৌধুরী পাবেল, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সবুজ কান্তি দাস, সুনামগঞ্জ-২৮ বিজিবির সহকারি পরিচালক আব্দুর রাজ্জাক মন্ডল, কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ(ক্যাব)-এর সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক ও জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজাহান চৌধুরী, সনামগঞ্জ প্রতিবন্ধী ও সেবা কেন্দ্রের কনসালটেন্ড ডা. তানজিল হক প্রমুখ।

এই বিভাগের আরো খবর
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com