সুনামগঞ্জ জেলার আমবাড়ি বাজারে অভিযান চালিয়ে ৭ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে বাজার মনিটরিং কমিটি। রোববার (১৬ মার্চ) দুপুর ৩ টা থেকে বিকেল পৌণে ৫ টা পর্যন্ত জেলার দোয়ারা বাজার উপজেলার আমবাড়ি বাজারে এ অভিযান চালান।
সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার মোসা. মরিয়ম আক্তারের নেতৃত্বে অভিযানে অংশ নেন মার্কেটিং আহমদ আসিফুর রব, জেলা ক্যাবের সিনিয়র সহসভাপতি মো. দিলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ও বাজার মনিটরিং কমিটির সদস্য মোহাম্মদ শাহজাহান চৌধুরী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহত প্রতিনিধি ফয়সল আহমদ প্রমুখ।
বাজার মনিটরিং কমিটির সূত্রে জানাগেছে, আজ রোববার দুপুর ৩ টা থেকে বিকেল পৌণে ৫ টা পর্যন্ত জেলার দোয়ারা বাজার উপজেলার আমবাড়ি বাজারে বাজার মনিটরিং কমিটি অভিযান চালিয়ে পণ্যের মূল্য তালিকা না থাকার দায়ে বদরুল ষ্টোরের মালিক আফরোজ আলীকে এক হাজার টাকা, ইসহাক ষ্টোরের মালিক ফজল কবিরকে এক হাজার টাকা, সুজিত ষ্টোরের মালিক সুজিত রায়কে এক হাজার টাকা, আল মদিনা ভেরাইটিজ ষ্টোরের মালিক আলমগীর হোসেনকে এক হাজার টাকা, পণ্যের প্যাকেটের গায়ে উৎপাদান ও মেয়দ উত্তীর্ণ তারিখ না থাকার দায়ে ইনসাফ ষ্টোরের মালিক শামছুল ইসলামকে দুই হাজার টাকা, সংশ্লিষ্ট দপ্তরের অনুমতি ছাড়া জ্বলানী তেল বিক্রির দায়ে আলমগীর ষ্টোরের মালিক আলমগীর হোসেনকে ৪ হাজার টাকা এবং মানহীন মসলা বিক্রির দায়ে ফাতেমা ষ্টোরের মালিক আনফর আলীকে ২ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়।