বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

সুনামগঞ্জে ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

সুনামগঞ্জ প্রতিনিধি
  • রবিবার, ৩০ মার্চ, ২০২৫, ১২:১৯ এএম

সুনামগঞ্জ শহরে অভিযান চালিয়ে ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে সাড়ে ৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার (২৯ মার্চ) দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত শহেরর পুরাতন জেল রোড, জগন্নাথবাড়ি রোডে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।

জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার রবিউর রায়হান-এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযানে অংশ নেন সেনাবাহিনীর সুনামগঞ্জ ক্যাম্পের লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল রাইয়ান, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. জামাল হোসেন পাটওয়ারী, সুনামগঞ্জ জেলা ক্যাবের সিনিয়র সহসভাপতি মো. দিলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ও বাজার মনিটরিং কমিটির সদস্য মোহাম্মদ শাহজাহান চৌধুরীসহ ২ সেকশন সেনা সদস্য উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানাগেছে, আজ শনিবার দুপুর ১২ টা থেকে আড়াইটা পর্যন্ত শহরের পুরাতন জেল রোড ও জগন্নাথবাড়ি রোডে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ মালামাল পাওয়ায় হান্নান চৌধুরী স্টোরকে পাঁচ শত টাকা, জয় স্টোরকে এক হাজার টাক, ফুটপাতে মালামাল রাখার দায়ে সবুজ মিয়াকে পাঁচ শত টাকা,ইমরান মিয়াকে পাাঁচ শত টাকা, জগন্নাথবাড়ি রোডের মুদি দোকানী নান্টু পালকে এক হাজার টাকা এবং বেশি দাম রাখার দায়ে স্বপন বণিককে দুই হাজার টাকা, সবুজ পালকে এক হাজার পাঁচশত টাকা, বলরাম বণিককে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com