সুনামগঞ্জ শহরতলীর ওয়েজখালিতে অভিযান চালিয়ে ৯ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে বাজার মনিটরিং কমিটি। শুক্রবার (১৪ মার্চ) দুপুর ৩ থেকে থেকে বিকেল পৌণে ৫টা পর্যন্ত শহরতলীর ওয়েজখালিতে এ অভিযান চালানো হয়।
বাজার মনিটরিং কমিটির সূত্রে জানাগেছে, আজ শুক্রবার দুপুর ৩টা থেকে বিকেলে পৌণে ৫টা পর্যন্ত সুনামগঞ্জ শহরতলীর ওয়েজখালিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার মো. সাব্বির হোসেন শাওনের নতেৃত্বে রাজার মনিটরিং কমিটি অভিযান চালিয়ের মেয়াদ উত্তীর্ণ মালামাল রাখার দায়ে মুদি দোকানী মাতৃ ভাÐারের মালিক অমর চান পালকে এক হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ মালামাল রাখা ও বেশি দামে পন্য বিক্রির দায়ে প্রভাত ষ্টোরের মালিক প্রকাশ পালকে দুই হাজার টাকা, নোংরা পরিবেশে ইফতারি তৈরীর দায়ে নানা-নাতি রেস্টুরেন্টের মালিক উজ্জল মিয়াকে এক হাজার টাকা জরিমানা, ইফতারি না রাখার দায়ে ভাই ভাই খিচুরি হাউজের মালিক নাজমুল ইসলামকে ৫ শত টাকা, বাসি পিয়াজু ও আলুর চপ রাখার দায়ে দুই ভাই রেস্টুরেন্টের মালিক নান্টু পালকে দুই হাজার টাকা, বাসি আরুল চপ রাখার দায়ে মা-মনি মিষ্টি মুখের মালিক মো. খালেদ মিয়াকে এক হাজার টাকা, নোংরা পরিবেশে ইফতারি তৈরীর দায়ে সিলেট খিচুরী হাউজের মালিক সাইদুল ইসলামকে এক হাজার টাকা, একই অপরাধে গোপাল মিষ্টান্ন ভান্ডারেরমালিক গোপাল দেকে এক হাজার টাকা এবং পঁচা আপেল ও কমলা রাখার দায়ে মোহাবিয়া ফ্রুটসকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
বাজার মনিটরিং-এ আরও অংশ নেন জেলা ক্যাবের সিনিয়র সহসভাপতি মো. দিলোয়ার হোসেন, সাধারণ সস্পাদক ও বাজার মনিটরিং কমিটির সদস্য মোহাম্মদ শাহজাহান চৌধুরী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ফয়সল আহমদ।
এসময় বাজার মনিটরিং কমিটিকে সদর মডেল থানার একদল পুলিশ সদস্য সহযোগিতা করেন।