সুনামগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। এছাড়ও জেলা ১২টি উপজেলা ও ৪টি পৌরসভার বিভিন্ন ঈদগাহে ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
শনিবার (০৭ জুন) সকাল ৮ টা থেকে ৯টা পর্যন্ত জেলা জুড়ে ঈদের জামাত অনুষ্ঠত হয়।
এছাড়ও সুনামগঞ্জ শহরে ১৭ স্থানে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। এর মধ্যে জেলার প্রধান ঈদের জামাতে শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন।
সুনামগঞ্জ ইসলামি ফাউন্ডেশনের উপপরিচালক কৃষিবিদ মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, সকাল ৮টায় সুনামগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে ঈদে প্রধান জামায়াতে অংশনেন সুনামগঞ্জ জেলা প্রশাসক ও কেন্দ্রীয় ঈদগাহ কমিটির সভাপতি ড. মোহাম্মদ ইলিয়াস মিয়াসহ সর্বস্তরের মুসল্লিরা।
সুনামগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ও জামে মসজিদের সম্পাদক নূরুর রব চৌধুরী জানান, কেন্দ্রীয় ঈদগাহে প্রধান ঈদের জামায়াতে ইমামতি করেন সুনামগঞ্জ কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মফিজুর রহমান।
নূরুর রব আরও জানান, সুনামগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের এক সঙ্গে ৭ হাজার মুসল্লি নামাজ আদায় করেছেন। এছাড়াও কেন্দ্রীয় ঈদগাহের পাশর্^বর্তী কেন্দ্রীয় মডেল মসজিদ প্রাঙ্গনে একই জামাতে মুসল্লিাগণ ঈদের নামাজ আদায় করেন।
সব মিলিয়ে কেন্দ্রীয় ঈদগাহের জামাতে প্রায় ৮ হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করেছেন বলেও জানান নূরুর রব চৌধুরী।
ঈদের জামাত শুরুর আগে শুভেচ্ছা বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ঈদগাহ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
ঈদের জামাত শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।