ইমন দোজা আহমদকে আহ্বায়ক, মেহেদী হাসান সাকিবকে সদস্য সচিব, মুখপাত্র মো.রুহুল আমিন ও রুহি আক্তারকে মুখ্য সংগঠক করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সুনামগঞ্জ জেলা শাখার অনুমোদিত কমিটি প্রকাশ করা হয়েছে।
রোববার (১০ নভেম্বর) বিকেলে সুনামগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন আহ্বায়ক ইমন দোজা আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, গত ৭ নভেম্বর কেন্দ্রীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরি সোহেল স্বাক্ষরিত কমিটি অনুমোদন দেয়া হলেও আজ রোববার বিকেলে ৯৮ সদস্য বিশিষ্ট এ কমিটি প্রকাশিত হয়।
এ কমিটিতে ৯ জনকে যুগ্ম আহ্বায়ক, ৮জনকে যুগ্ম সদস্য সচিব, ১১ জনকে সংগঠক এবং ৬৬জনকে সদস্য করা হয়েছে।