শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

সুনামগঞ্জ হানাদার মুক্ত দিবস পালিত

সুনামগঞ্জ প্রতিনিধি
  • বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩, ১০:২৮ পিএম

র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে সুনামগঞ্জ হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষযক সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সবেক কমান্ডার হাজী নূরুল মোমেন প্রমুখ।

পরে এক বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় শহীদ আবুল হোসেন মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, ইদ্রিছ আলী বীর প্রতীক, জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, জেলা মুক্তযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাজী নুরুল মোমেন প্রমুখ।

এই বিভাগের আরো খবর
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com