সুনামগঞ্জ সদর উপজেলার টুকের বাজার ও সুনামগঞ্জ শহরে পৃথক অভিযান চালিয়ে ৭ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৪ হাজার ৩শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত ও বাজার মনিটরিং কমিটি।
জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার (এনডিসি) সাকিবুর রহমান-এর নেতৃত্ব বাজার মনিটরিং এ অংশ নেন জেলা ক্যাবের সিনিয়র সহসভাপতি মো. দিলোয়ার হোসেন, সাধারণ সস্পাদক ও বাজার মনিটরিং কমিটির সদস্য মোহাম্মদ শাহজাহান চৌধুরী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ফয়সল আহমদ। এসময় বাজার মনিটরিং কমিটিকে সদর মডেল থানার এসআই রিফাতের নেতৃত্বে একদল পুলিশ সদস্য সহযোগিতা করেন।
মঙ্গলবার (১১ মার্চ) বিকেল সাড়ে ৩ টায় শহরের স্টেশন রোড, জগন্নাথবাড়ি রোডে এ অভিযান চলে।
বাজার মনিটরিং কমিটির সূত্র জানায়, আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালযের সহকারি কমিশনার সাকিবুর রহমান নেতৃত্বে বাজার মনিটরিং কমিটি সুনামগঞ্জ শহরের স্টেশন রোড ও জগন্নাথবাড়ি রোডে এ অভিযান চালায়।
অভিযানে ফুটপাতে মালামাল রাখার দায়ে স্টেশন রোডের ফল ব্যবসায়ী হোসেনকে ২ হাজার টাকা, নষ্ট ফল রাখার দায়ে ফল ব্যবসায়ী সজিব দাসকে ১ হাজার টাকা, ফুটপাতে মালামাল রাখার দায়ে জগন্নাথবাড়ি রোডের মুদি দোবানী রনি ষ্টোরকে ১ হাজার টাকা, সত্যেন্দ্র দেবকে ২ হাজার টাকা, জয় ষ্টোরকে ৩ শত টাকা, মেয়াদ উত্তীর্ণ মালামাল রাখা ও মালামাল রেখে ফুটপাত দখল করার দায়ে বাবুল এণ্ড সন্সকে পৃথক ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অপরদিকে, সদর উপজেলার টুকের বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখা ও ফ্রিজে নষ্ট ঔষধ রাখার দায়ের জামান মেডিকেল হলকে ৫ হাজার টাকা জরিমানা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ দর্শী চাকমা।