শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

সুষ্ঠু নির্বাচন হবে: সিইসি

সিলেট প্রতিনিধি
  • শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩, ১১:০৭ পিএম

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে যেকোনো পরিস্থিতি মোকবিলায় প্রস্তুতি রয়েছে। সুষ্ঠু নির্বাচন হবে, সবার জন্য সমান প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশ থাকবে। কেউ কোনও দলের অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। আন্তর্জাতিকভাবেও আমাদের দায় রয়েছে। গ্রহণযোগ্য নির্বাচন করাই এখন মূল চ্যালেঞ্জ।

শনিবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টায় সিলেট সার্কিট হাউসের সম্মেলন কক্ষে সিলেটের ছয়টি আসনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সিইসি আরও বলেন, নির্বাচনে না এসে কিছু দল যে আন্দোলন করছে, এখন পর্যন্ত তা গণতান্ত্রিক অধিকারের মধ্য রয়েছে। তবে নির্বাচন বানচালের মতো কর্মসূচি দিলে সুষ্ঠু নির্বাচন আয়োজন করা নিয়ে চ্যালেঞ্জ থাকবে। তবে নির্বাচনে বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে।

নির্বাচনের দিন ইন্টারনেট ব্যান্ডউইথ কমবে না, তবে কেউ মিথ্যা তথ্য প্রচার করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ার করেন তিনি।

বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনের সচিবালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলম।

এরপর সিইসি শিল্পকলা অডিটোরিয়ামে সিলেট বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসন আয়োজিত সিলেট অঞ্চলের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন।

এ সময় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য সিলেট বিভাগীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশনা দেন প্রধান নির্বাচন কমিশনার।

এই বিভাগের আরো খবর
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com