শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

হাওরকে ইকো-ট্যুরিজম হিসেবে গড়তে হবে: সুনামগঞ্জ ডিসি

সুনামগঞ্জ প্রতিনিধি
  • শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৫৭ পিএম

সুনামগঞ্জের পর্যটন স্পটগুলোকে ইকো-ট্যুরিজম হিসেবে গড়ে তোলতে সবাইকে এগিয়ে আসার আহ্নবান জানিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, হাওরকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। হাওরের জীববৈচিত্র যাতে রক্ষা করেই আমাদের পর্যটনখাতকে এগিয়ে নিতে হবে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়ার নেতৃত্বে এক র‌্যালি জেলা কালেক্টরেট এলাকা প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তবে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক আরও বলেন, জেলায় একটি গ্রামকে পরিছন্ন ও পরিবেশ বান্ধব গ্রাম হিসেবে চিহ্নিত করে সেটিকে পর্যটন স্পট হিসেবেও গড়ে তোলায় যায়। তিনি বলেন, সুনামগঞ্জের ১২টি উপজেলায় ১২টি গ্রাম এবং প্রতিটি ইউনিয়নে একটি করে গ্রামকে বাছাই করে পরিছন্ন ও পরিবেশ বান্ধব গ্রাম গড়ে তোলতে সকলের সহযোগিতাও কামনা করেন জেলা প্রশাসক।

অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন, জেলা ক্যাবের সাধারণ সম্পাদক সাংবাদিক শাহজাহান চৌধুরী, পরিবেশ ও হাওর উন্নয়ন সঙস্থার সভাপতি কাসমির রেজা, কাজী মমিন, সাংবাদিক এ আর জুয়েল, সুহানুর রহমান সুহান, হাউসবোট ব্যবসায়ী মো. হোসাইন আহমদ, অষ্টম শ্রেণি শিক্ষার্থী শেখ মহুয়া প্রমুখ।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) বীর মুক্তিযোদ্ধা হাজী নূরুল মোমেন, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার মো. রৌশান আহমেদসহ হাউসবোট, বিভিন্ন হোটেলে মালিক বৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভার শুরুতে দিবসটি তাৎপর্য ও সুনামগঞ্জের বিভিন্ন পর্যটন স্পটগুলোর বর্ননা করেন, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার নাসরিন সুলতানা।

আলোচনা শেষে ২৬ টি হাউসবোটর মালিককে টাঙ্গুয়ার হাওর এলাকায় পর্যটকবাহী হাউসবোট তালিকাভুক্তির সনদ প্রদান করা হয়। এনিয়ে টাঙ্গুয়ার হাওরে ৮০টি হাউসবোট পর্যটক বহনের অনুমতি পেল।

এই বিভাগের আরো খবর
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com