মরমী কবি হাসন রাজার মাজার জিয়ারত করেছেন সুনামগঞ্জের নবাগত জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। শততম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকেলে সুনামগঞ্জ শহরের এই মরমী কবির মাজার জিয়ারত করেন জেলা প্রশাসক।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিজন কুমার সিংহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ. কে. এম. আব্দুল্লাহ বিন রশিদ, হাসন রাজার প্রপৌত্র ও হাসন রাজা পরিষদের সভাপতি হাসন গবেষক সামারিন দেওয়ান, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজাহান চৌধুরী, প্রপ্রপৌত্র ও হাসন রাজা পরিষদের সাধারণ সম্পাদক দেওয়ান তাছাদ্দুক রাজা, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক শাহাবুদ্দিন আহমেদ, সাংবাদিক আশিকুর রহমান পীর, দিলাল আহমদ প্রমুখ।
প্রসঙ্গত, ১৯২২ সালের ৬ ডিসেম্বর ইন্তেকাল করেন মরমী এই কবি। হাসন রাজা ১৮৫৪ সালের ২১ ডিসেম্বর সুনামগঞ্জের ল²ণশ্রী পরগনায় জন্ম গ্রহন করেন।
তাঁর বাবার নাম দেওয়ান আলী রাজা চৌধুরী ও মায়ের নাম হুরমত জাহান বিবি হাসন রাজা চার ভাই ও বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।
মরমী সংগীত মহাজন দেওয়ান হাসন রাজা চৌধুরী জীবন ও জগতের নিগাঢ় তত্ত¡কে আঞ্চলিক শব্দের সহজিয়া ভাষায় প্রকাশ করে অমর হয়ে আছেন। আভিজাত্যের পোশাকের সঙ্গে পৈতৃক নাম দেওয়ান হাসন রাজা চৌধুরী বদলে দিয়ে কেবল ‘হাসন রাজা’ নামেই তিনি সংগীতে মহান হয়ে রয়েছে। জমিদারি বাদ দিয়ে বৈরাগ্যের বেশে এ নাম নিয়েই সংগীত সাধনা করেছেন আমৃত্যু। তার রচিত গানের সংখ্যা প্রায় হাজারের অধিক।