বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

হোল্ড নেটওয়ার্কিং ইফতার মাহফিল সম্পন্ন

সংবাদ বিজ্ঞপ্তি
  • শুক্রবার, ৭ মার্চ, ২০২৫, ১০:৫৭ পিএম

প্রফেশনালদের জন্য লার্নিং ও নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম হোল্ড ( হোল্ড হাউজ অব লানিং এÐ ডেভেলাপমেন্ট) হোল্ড নেটওয়ার্কিং-এর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(০৭ মার্চ) বাংলামোটরে ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড-এ অনুষ্ঠিত এ ইফতার মাহফিরে দেশের শীর্ষ পেশাদার ও কর্পোরেট ব্যক্তিত্বদের মিলনমেলায় পরিণত হয়। হোল্ড একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম যেখানে যুক্তরাজ্য, সৌদি আরব, ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র ও শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের শীর্ষ পর্যায়ের ম্যানেজাররা লার্নিং ও ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন।

ইফতারের পাশাপাশি ‘ক্যারিয়ার গ্রোথে নেটওয়ার্কিং-এর ভূমিকা’ ও “লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট এল এÐ ডি-এর ক্যারিয়ার উন্নয়নে প্রভাব” বিষয়ক দুইটি গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়।

অংশগ্রহণকারীরা তাঁদের অভিজ্ঞতা ভাগ করে নেন এবং নেটওয়ার্ক তৈরির কৌশল ও লার্নিং ডেভেলপমেন্টের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। অতিথিবৃন্দ এ আয়োজনের প্রশংসা করেন এবং হোল্ড-এর ভবিষ্যৎ কার্যক্রমে আরও সক্রিয়ভাবে যুক্ত থাকার আগ্রহ প্রকাশ করেন।

উফতার মাহফিলে ছিলেন, বিএসএইচআরএমের প্রেসিডেন্ট মাশেকুর রহমান খান, এইচ আর ক্লাবের প্রেসিডেন্ট নজরুল ইসলাম আপন, মাই উইন্ডোর সিইও আসীম মন্ডল, চারদিকে’র সিইও সরওয়ার কামাল, জ্যানেক্স হেলথ এর হেড অফ সেলস মনজুরুল আলম, রবি এক্সিয়াটার সিনিয়র মহাব্যবস্থাপক রেদওয়ানুল হক, ব্যুরো ভেরিতাসের রিজিওনাল এইচ আর ম্যানাজার সাকিব সারোয়ার, টিম গ্রæপের হেড অব সাস্ট্যাইনিবিলিটি মনোয়ার হোসেন, যমুনা গ্রæপের মহাব্যবস্থাপক নূর-ই- সাইফুল্লাহসহ শতাধিক করপোরেট প্রফেশনাল।

অনুষ্ঠানটি উপস্থাপনাসহ সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হোল্ড-এর ফাউন্ডার নূর-ই-আলম ফয়সল। তিনি এ আয়োজনের সফল বাস্তবায়নে অংশ নেওয়ায় সকলকে ধন্যবাদ জানিয়ে আগামীতে এ প্ল্যাটফর্ম-এর সাথে সকলকে বাংলাদেশের লার্নিং এন্ড ডেভেলপমে› কে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবার আহবান জানান।

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com