শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

সুনামগঞ্জে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

সুনামগঞ্জ প্রতিনিধি
  • মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪, ১১:৩৯ পিএম

“অন্তর্ভূক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বির্নিমাণ বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ” এ প্রতিপাদ্য নিয়ে সুনামগঞ্জে শোভাযাত্র, আলোচনা সভা ও প্রতিবন্ধীদের মধ্যে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের ফটক থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা জেলা কালেক্টরেট প্রাঙ্গন প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়।

সুনামগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সূচিত্রা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম খান, সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাহবুব জামান।

সুনামগঞ্জ প্রতিবন্ধী ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ডা. মো. তানজিল হকের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, সুনামগঞ্জ ডায়াবেটিস সমিতির সভাপতি অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডা. সৈয়দ মোনাওয়ার আলী, জেলা সমাজকল্যাণ পরিষদের সহসভাপতি নূরুর রব চৌধুরী, বাসস প্রতিনিধি মোহাম্মদ শাহজাহান চৌধুরী, সুনামগঞ্জ রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সুবিমল চক্রবর্তী চন্দন, সুনামগঞ্জ প্রত্যয় স্কুলের প্রধান শিক্ষক শাখাওয়াত ইসলাম, প্রতিবন্ধী কল্যাণ সমিতির সবাপতি নূর উদ্দিন, তৃণমূল প্রতিবন্ধী সংস্থার সভাপতি তাজুল ইসলাম তাকে প্রমুখ।

আলোচনা সভা শেষে প্রতিবন্ধী শিশুদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ এবং সুনামগঞ্জ প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্রের সহায়তায় ৪০ হুইল চেয়ার বিতরণ করা হয়।

এই বিভাগের আরো খবর
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com