তারুণ্যনির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতামূল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সুনামগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) বেলা ১১টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য অফিসের উপপরিচালক শেখ ওয়ালিদ ফয়েজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
অন্য্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সনজিত কুমার চন্দ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান, সুনামগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নূরুর বর চৌধুরী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর সৈয়দ মুজিবুল ইসলাম, সুনামগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক রোকনাসা পারভীন, সহকারি অধ্যাপক আব্দুল হালিম, বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস-এর সুনামগঞ্জ জেলা সংবাদদাতা মোহাম্মদ শাহজাহান চৌধুরী, সাংবাদিক পঙ্কজ কান্তি দে, মাহবুবুর রহমান পীর, এমরানুল হক চৌধুরী, আমিনুল হক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সুনামগঞ্জ জেলা আহŸায়ক ইমন দোজা আহমদ, সদস্য সচবি মেহিদেী হাসান সাকিব, যুগ্ম আহŸায়ক জিহান জুবায়ের প্রমুখ।
এছাড়াও সভায় শিক্ষক ও ছাত্র প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।