বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

সুনামগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

সুনামগঞ্জ প্রতিনিধি
  • বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:২১ এএম

“সমৃদ্ধ হোক গ্রন্থাগার, এই আমাদের অঙ্গীকার” এ শ্লোগান নিয়ে সুনামগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে।

বুধবার (৫ ফেব্রæয়ারি) বেলা ১১টায় দিসবটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের ফটক থেকে এক বর্নাঢ্য র‌্যালি বের হয়ে জেলা কালেক্টরেট চত্বর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও তথ্য প্রযুক্তি) বিরোধা রানী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াসন মিয়া।

সুনামগঞ্জ জাতীয় গ্রন্থাগার-এর লাইব্রেরিয়ান সিরাজাম মুনিরার সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক তাপস শীল, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ পরিমল কান্তি দে, সহকারি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুব জামান, বিশ^ম্ভরপুর সরকারি দ্বিগেন্দ্র বর্মণ কলেজের ইংরেজি প্রভাষক মশিউর রহমান প্রমুখ।

আলোচনা সভা শেষে রচনা প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বই পাঠ প্রতিযোগিতায় অংশগ্রহনকারি ৫৩ জনকে পুরষ্কার প্রদান করা হয়।

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com