ড্রীম-এন এল জে হাই স্কুলের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) মোহাম্মদপুর হুমায়ুন রোড সংলগ্ন মাঠে এ পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
স্কুলে প্রধান শিক্ষক মো. আখতার উজ্জামানের সভাপতিত্বে পুরষ্কার বিতরণপূর্ব আলোচনা সভায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারি থানা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, থানা শিক্ষা অফিসার মিস নিয়ার সুলতানা, ড্রিম অলাইভ ফাউন্ডেশনের নিবাহী পরিচালক, মুরতুজা আহমেদ খান, স্কুল পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ পারভেজ আলম, সহসভাপতি শাহনওয়াজ আহমেদ খান, সদস্য নজরুল ইসলাম টিপু, মো. রাজু, স্কুলে প্রাক্ত শিক্ষক মহিউদ্দিন আহমেদ প্রমুখ।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের মধ্যে ১৬টি ক্রীড়া ক্যাটাগরিতে ৪৮ জন শিক্ষার্থী বিজয়ী হয়। আলোচনা সভা শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।