সুনামগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) সন্ধ্যা ৬ টায় সুনামগঞ্জ সার্কিট হাউজে ইফতারপূর্ব দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ড.মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্ব ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শেখ আব্দুল লতিফ,চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুকন উদ্দিন কবির, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, ২য় আদালত, মোহাম্মদ কামাল খান, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের পরিচালক (অর্থ ও হিসাব) হেমায়েত মিয়া, পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ, সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পালসহ জেলা প্রশাসনসহ জেলা পর্যায়ে বিচারক, কর্মকর্তা, ব্যবসায়ী ও সাংবাদিকগণ।
ইফতারপূর্ব দোয়া পরিচালনা করেন কোর্ট মসজিদের ইমাম মাওলানা তাজুল ইসলাম।