সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার সুরমা ইউনিয়নের সোনাপুর গ্রাম এলাকায় সুরমা নদীর পশ্চিম পাড় থেকে ৪টি বলগেট, ৫টি স্থানীয় ড্রেজার এক লাখ ২০ হাজার টাকা সহ ২৩ জনকে আটক করেছে সেনাবাহিনী।
রোববার (২৩ মার্চ) সকাল সোয়া ৬টার দিকে সুরমা নদীর দোয়ারাবাজার উপজেলার সোনাপুর গ্রাম এলাকা থেকে বলগেট, ড্রেজার, নগদ টাকাসহ ওই ২৩ জনকে আটক করে যৌধবাহিনী।
আটককৃতরা হলেন, জেলার দোয়ারাবাজার উপজেলার সোনাপুর গ্রামের ময়না মিয়ার ছেলে আব্দুস শহিদ (৫২), একই গ্রামের মৃত আলতাব আলীর ছেলে সবুজ মিয়া (৩৮), আরব আলীর ছেলে জানফর আলী (৩৫), মো. খুর্শিদ মিয়ার ছেলে আব্দুন নুর (২০), বিশম্ভরপুর উপজেলার বাদেরটেক গ্রামের ধন মিয়ার ছেলে রশিদ মিয়া (২৮), একই গ্রামের-মো. ইউনুছ মিয়ার ছেলে মো. আজিজুর রহমান (২২), মো. মতি মিয়ার ছেলে রাকিব হোসেন (২২), মো. ইসমাইল মিয়ার ছেলে মো. আসাদ মিয়া (২৮), মৃত লাল মিয়ার ছেলে মোঃ সাদ্দাম হোসেন (৩৫), মো. রহম আলীর ছেলেমেহেদী হাসান (২৫), ওহিদ মিয়ার ছেলে সুমন মিয়া (১৮),একই উপজেলার পূর্ব রামপুর মৃত সফর আলীর ছেলে আমির আলী (২৫), একই গ্রামের মো. রইছ মিয়ার ছেলে মো. আল আমিন (২৫), আঃ গফুরের ছেলে মো. সাদির হোসেন (২২), একই উপজেলার ফুলবাড়ি গ্রামের মো. সুরত আলীর ছেলে ফাহিম আহমদ (২২), একই গ্রামের লোকমান হোসেনের ছেলে আশিকনুর (২৪), সুনামগঞ্জ সদর উপজেলার ছাতারপাড় মৃত মতি মিয়ার ছেলে আব্দুল করিম (৩০), একই উপজেলার হরুয়ারকান্দা গ্রামের মো. মনফর আলীর ছেলে মো. আব্দুল বাতেন (২৮), একই গ্রামের মো. আমিন মিয়ার ছেলে মো. শাহিন আলম (২৩), মতিউর রহমাননের ছেলে মহিতুর রহমান (২২), একই উপজেলার ইব্রাহিমপুর গ্রামের মো. আঙ্গুর মিয়ার ছেলে মো. জিয়াউর রহমান(২৭), জামালগঞ্জ উপজেলার রাধানগর গ্রামের আব্দুল জলিলের ছেলে মুমিন মিয়া(২৫), একই গ্রামের মো. কনু মিয়ার ছেলে জুনু মিয়া (২৫)
সেনাবাহিনী ও পুলিশ জানায়, আজ রোববার সকাল সোয়া ৬ টাক দিকে দোয়ারাবাজার উপজেলা সোনারপুর গ্রাম এলাকায় অবৈধভাবে নদীর পাড় কেটে বালু উত্তোলত করছে একদল লোক এমন সংবাদের ভিত্তিতে জেলার ছাতক উপজেলার সেনাক্যাম্পের ক্যাম্পের ক্যাপটেইন শোয়াইবের নেতৃত্বে একদল সেনা ও দোয়ারাবাজার থানা পুলিশ যৌথবাহিনীর অভিযানে সুরমা নদীর পশ্চিম তীরে দোয়ারাবাজার উপজেলা সোনারপুর গ্রাম এলাকায় অভিযান চালিয়ে সেনাবাহিনী ৪টি বলগেট, ৫ টি স্থানীয় নৌকাসহ ড্রেজার মেশিন ও এক লাখ ২০ হাজার টাকাসহ ২৩ জনেেক আটক করে।
ছাতক সেনাক্যাম্পের ক্যাপ্টেইন শোয়াইব বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত বলগেট, ড্রেজার ও নগদ টাকা আটককৃত ও দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তদন্ত মো. শাামস উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।