নানা কর্মসূচির মধ্যদিয়ে সুনামগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। বুধবার(২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে জেলা কালেক্টরেট চত্বরে শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সকাল ৯ টায় সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, ও শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সূর্যোদয়ের সাথে সাথে শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে প্রথমে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার নেতৃত্বে জেলা প্রশাসনের কর্মকর্তাগণ পুষ্পস্তবক অর্পণ করেন। এর পরপর পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ-এর নেতৃত্বে জেলা পুলিশ, জেলা মুক্তিযোদ্ধা, জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, জেলা পর্যায়ে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।
সকাল ৯ টায় জেলা স্টেডিয়ামে সালাম গ্রহন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
পরে জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের উদ্যোগে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, ও শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ।
এসময় যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, ও শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, ও শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ফুল দিয়ে বরণ করেন জেলা প্রশাসকসহ উপস্থিত অতিথিবৃন্দ।