সুনামগঞ্জের জামালগঞ্জে ৪০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এসময় ২০ কেজি গাঁজাসহ অঞ্জনা আক্তার (২০) নামের এক নারীকেও আটক করে পুলিশ।
শনিবার (২৬ এপ্রিল) দুপুর সোয়া দুইটার দিকে জেলার জামালগঞ্জ উপজেলার রামনগর গ্রামে অভিযান চালিয়ে ২০কেজি গাঁজাসহ অঞ্জনা আক্তারকে আটক করা হয়।
আটককৃত অঞ্জনা আক্তার জেলার জামালগঞ্জ উপজেলার রামনগর গ্রামের ইয়াছিন মিয়ার স্ত্রী এবং একই গ্রামের মৃত মন্তাজ আলীর মেয়ে।
জামালগঞ্জ থানা পুলিশ সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার দুপুর সোয়া দুইটার দিকে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে জেলার জামালগঞ্জ উপজেলার ৪ নম্বর সাচনা বাজার ইউনিয়নের রামনগর গ্রামের মৃত মন্তাজ আলীর বাড়িতে অভিযান চালিয়ে ২০ কেজি গাাঁজাসহ মৃত মন্তাজ আলীর মেয়ে অঞ্জনা আক্তারকে আটক করা হয়। একই গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে হাফিজুর রহমান(৩৫) এর বাড়িতে অভিযানের সময় হাফিজুর রহমান পালিয়ে গেলেও তার বসতঘর থেকে চালালে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ৪০ কেজি গাঁজার অনুমানিক মূল্য ৬ লাখ টাকা।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত অঞ্জনা আক্তার ও পলাতক হাফিজুর রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং উদ্ধারকৃত ৪০ কেজিা গাঁজা জব্দ করা হয়েছে।