কোনো আনন্দ নাই, আপস করো তাই।“ লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই” এ শ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস।
সোমবার (২৮ এপ্রিল) সকাল পৌনে ১০ টায় বৃষ্টি উপেক্ষা করে সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে দিবসটি উপরক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন,নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যিনালের বিচারক মো. হাবিবুল¬াহ,চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রোকন উদ্দিন কবির, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া,অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ,সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন,জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল হক,জিপি শামছুল হক,পিপি মলি¬ক মঈন উদ্দিন সুহেল,নারী ও শিশু আদালতে পিপি শামছুর রহমান ,জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নূরে আলম ছিদ্দিকী উজ্জল।
সহকারি জজ সম্পা ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় লিগ্যাল এইড আইনজীবী নাজনীন বেগম, হাবিব সোলায়মান। উপকার ভোগীদের মধ্যে বক্তব্য রাখেন সাজনা বেগম।
আলোচনা সভা শেষে লিগ্যাল এইড আইনজীবী নাজনীন বেগমকে সেরা আইনজীবী পুষ্কার ও আইনজীবী হাবিব সোলামানকে দ্বিতীয় পুরষ্কার প্রদান করা হয়।
আলোচনা সভা শেষে বৃষ্টি থেকে গেলে এক র্যালি জেলা কালেক্টরেট চত্বর প্রদক্ষিণ করে।