বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ

দেশ ভয়েস ডেস্ক
  • বৃহস্পতিবার, ১ মে, ২০২৫, ১২:২৭ এএম

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, লিটারপ্রতি ১ টাকা হ্রাস করে দেশের জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

নতুন দাম অনুযায়ী, আগামী ১ মে থেকে ডিজেল ও কেরোসিনের প্রতি লিটারের মূল্য হবে ১০৪ টাকা, অকটেন ১২৫ টাকা এবং পেট্রোল ১২১ টাকা।

এর আগে চলতি বছরের ১ ফেব্রুয়ারি জ্বালানি তেলের দাম ১ টাকা করে বাড়িয়ে ডিজেল ও কেরোসিন ১০৫ টাকা, পেট্রোল ১২২ টাকা এবং অকটেন ১২৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। মার্চ ও এপ্রিল মাসে এই দাম অপরিবর্তিত রাখা হয়।

গত বছরের মার্চ থেকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে সরকার স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি চালু করে। এতে প্রতিমাসে বাজার পরিস্থিতি অনুযায়ী জ্বালানি তেলের দাম সমন্বয় করা হচ্ছে। কখনো দাম কমানো হয়েছে, কখনো অপরিবর্তিত রাখা হয়েছে, আবার কিছু মাসে দাম বেড়েছে।

উল্লেখ্য, গত বছরের ৩১ আগস্ট অন্তর্র্বতী সরকারের অধীনে প্রথমবারের মতো মূল্য সমন্বয় করা হয়। তখন পেট্রোল ও অকটেনের দাম ৬ টাকা এবং ডিজেল ও কেরোসিনের দাম ১ টাকা ২৫ পয়সা করে কমানো হয়। পরবর্তীতে বিভিন্ন মাসে ধাপে ধাপে আবারো দাম হ্রাস ও স্থিতিশীলতার সিদ্ধান্ত নেওয়া হয়।

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com