বাংলাদেশের দ্বিতীয় রামসারসাইট সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৪ হাজার মিটার মাছ ধরার ফাঁদ (রিং চাই), এক হাজার মিটার কোণা জাল ও এক হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে। এর জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়। যার আনুমানিক মূল্য ১৩ লাখ টাকা। এসময় অবৈধভাবে মাছ ধরার দায়ে হৃদয় মিয়া নামের এক জেলেকে ৫ শত টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
ওই জেলে তাহিরপুর উপজেলার গোলাবাড়ি গ্রামের নুরুল মিয়ার ছেলে।
বুধবার (৩০ এপ্রিল) দুপুর ২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত টাঙ্গুয়ার হাওরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪ হাজার মিটার মাছ ধরার ফাঁদ (রিং চাই), এক হাজার মিটার কোণা জাল ও এক হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।
সূত্র জানায়, বুধবার দুপুর ২ টা থেকে রাত ৮টা পর্যন্ত দেশের দ্বিতীয় রামসার সাইট সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের তাহিরপুর উপজেলার অংশে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার সাকিবুর রহমানের নেতৃত্বে গোলাবাড়ী ও রামসিংহপুর আনসার ক্যাম্পের সদস্যদের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৪ হাজার মিটার মাছ ধরার ফাঁদ (রিং চাই), এক হাজার মিটার কোণা জাল ও এক হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে। পরে রাত ৮টায় টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ারের সামনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় তাহিরপুর উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষণ কর্মকর্তা মো. হাসিবুল তারেকসহ টাঙ্গুয়ার হাওরে নিয়োজিত আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
পুড়িয়ে ফেলা ৪ হাজার মিটার মাছ ধরার ফাঁদ (রিং চাই), এক হাজার মিটার কোণা জাল ও এক হাজার মিটার কারেন্ট জালের আনুমানিক মূল্য ১৩ লাখ টাকা।
তাহিরপুর উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো. হাসিবুল তারেক বিষয়টি নিশ্চিত করেছেন।