সুনামগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ শুরু হয়েছে । রোববার (১১ মে) বিকেল ৪ টায় সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে গোল্ডকাপ টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
এসময় বয়বৃদ্ধ ফুটবলার নাজির হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ দর্শী চাকমা, বিএনপি নেতা আকবর আলী, নাদের আহমদ, শেরে নূর আলী, ইউপি চেয়ারম্যান আব্দুল হাই, জেলা ক্রীড়া অফিসার আল আমিনসহ খেলোয়ারগণ উপস্থিত ছিলেন।
এ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনী দিনে জেলার দোয়ারা বাজার বনাম জামালগঞ্জ উপজেলা টিমের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় দোয়ারা বাজার উপজেলা টিম ২ – ১ গোলে জামালগঞ্জ উপজেলা টিমকে হারিয়েছে।