সুনামগঞ্জে ৩ দিন ব্যাপী সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। মঙ্গলবার ( ১৩ মে) সুনামগঞ্জস্থ বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট(বারটান) মিলনায়তনে এ প্রশিক্ষণ শুরু হয়।
সকাল সাড়ে ৯ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত তিনদিন ব্যাপী এ প্রশিক্ষণে শিক্ষক-শিক্ষিকা, সাংবাদিক, ইমাম ও বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিগণ।
দিনব্যাপী এ প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন, সুনামগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. শামশুল করিম, বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট(বারটান)এর সুনামগঞ্জ আঞ্চিলিক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মুশফিকুছ সালেহীন।
প্রশিক্ষণে সুনামগঞ্জ শহরের বসবাসরত শিক্ষক, শিক্ষিকা, সাংবাদিক, ইমাম ও এনজিও সংস্থার প্রতিনিধিগণ অংশ নেন।
প্রশিক্ষণে বক্তারা বলেন, খাদ্যভিত্তিক পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ ও গবেষণার মাধ্যমে কর্মক্ষম ও দক্ষ জনশক্তি সৃজন, পুষ্টিহীনতা দূরীকরণ, বেকার সমস্যা সমাধান ও স্বকর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র বিমোচনে শক্তিশালী ভূমিকা রাখার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান)।