বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

সুনামগঞ্জে ওয়াই মুভ্স প্রকল্পের জেলা পর্যায়ে পরামর্শ সভা

সুনামগঞ্জ প্রতিনিধি
  • বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ১০:৫০ পিএম

সুনামগঞ্জে কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য বিষয়ক জেলা পর্যায়ে কর্মকর্তাদের নিয়ে অর্ধবার্ষিক পরামর্শ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহষ্পতিবার (১৫ মে) বিকেল ৩ টায় জেলা পরিবার পরিকল্পনা অফিসের মিলনায়তনে এফ্যারট্স ফর রুরাল এডভান্সমেন্ট (ইরা)’র ওয়াই মুভস্ প্রকল্পের উদ্যোগে এ পরামর্শ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।

ইরার নির্বাহী পরিচালক ডা. সাইকী ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক মো.নিয়াজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারি পরিচালক তপন কান্তি ঘোষ, সহকারি পরিচালক(সিসি) ডা. দেবাশীষ শর্ম্মা, বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস-এর জেলা সংবাদদাতা মোহাম্মদ শাহজাহান চৌধুরী।

ওয়াই মুভস্ প্রকল্পের প্রকল্প কর্মকর্তা ফয়সল আহমদের পরিচালনায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামছ উদ্দিন খান, সুনাসগঞ্জ সদর উপজেলা পরিবার পরিকল্পনা মনিরুজ্জামান, মেডিকেল অফিসার ডা. সাদিকুর রহমান তানভীর প্রমুখ।

প্রসঙ্গত, ২০২০ সালে ফেব্রæয়ারি থেকে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নে শিশুদের অধিকার, সুরক্ষা, পাচার রোধ, শিক্ষা, কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা ও পুষ্টিমানের মানের উন্নয়নে প্লান ইন্টারন্যাশনালের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করছে এফ্যারট্স ফর রুরাল এডভান্সমেন্ট (ইরা)।

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com