বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

‘ঘুষ চাইলে চিৎকার করে সবাইকে জানিয়ে দিন’

সুনামগঞ্জ প্রতিনিধি
  • সোমবার, ১৯ মে, ২০২৫, ১১:২৪ পিএম

দুর্নীতি দমন কমিশন(অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ বলেছেন, কেউ ঘুষ চাইলে ভিডিও করুন, অডিও করুন এবং চিৎকার করে সবাইকে জানিয়ে দিন।

সোমবার (১৯ মে) সকাল সোয়া ১০ টায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে আসুন, দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধাতা” এ শ্লোগানকে সামনের রেখে দুদক আয়োজিত গণশুনানির উদ্বোধনী প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত গণশিনানিতে প্রধান অতিথির বক্তব্যে দুর্নীতি দমন কমিশন(অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ আরও বলেন, দুর্নীতির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ। তিনি বলেন, আমরা যারা সরকারি চাকুরি করি আমরা ভৃত্ত আর যারা সেবা নিতে আসেন তারা হলেন, মুনিব। কিন্তু বাস্তবে তা হচ্ছে আমরা যারা সেবা দিচ্ছি তারা হয়ে গেছি মুনিব। এসব চলবে না। দেশের মানুষের টাকায় আমাদের সংসার চলে। মনে রাখতে হবে সেবা গ্রহিতার হচ্ছেন মুনিব।

দুদক কমিশনার আরও বলেন,জীবন দিয়ে,রক্ত দিয়ে আমাদের বাচ্চারা প্রতিবাদ শিখিয়ে গেছে। তাদের এই ত্যাগ আমাদেরকে ধরে রাখতে হবে। তিনি বলেন সেবা গ্রহীতাদের ঘুষ দুর্নীতির বিরোদ্ধে প্রতিবাদ করতে হবে। চিহৃত করতে হবে ঘুষখোর ও দুর্নীতিবজাদের। যাতে ওই ঘুষখোরদের বাচ্চারা বের হলেই লোকজন বলে ওই ঘুষখোরের বাচ্চা। তখন ঘুষখোরেরা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়ে ঘুষ খাওয়া ছেড়ে দেয়।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহাপরিচালক দুর্নীতি দমন কমিশন কমিশনার (প্রতিরোধ), মো. আক্তার হোসেন, পুলিশ সুপার তোফায়েল আহাম্মদ,দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর সৈয়দ মুহিবুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, দুদক সিলেট কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক রাফি মো. নাজমুস সাদাত।

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com