বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

সুনামগঞ্জে আন্তর্জাতিক প্রসবকালীন ফিস্টুলা নির্মূল দিবস পালিত

সুনামগঞ্জ প্রতিনিধি
  • বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ১০:৫৩ পিএম

ফিস্টুলায় আক্রান্ত নারীর স্বাস্থ্য ও অধিকার নিশ্চিত করি, প্রসবজনিত ফিস্টুলা মুক্ত দেশ গড়ি এ শ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জ পালিত হয়েছে আন্তর্জাতিক প্রসবকালীন ফিস্টুলা নির্মূল দিবস।

বৃহস্পতিবার (২২ মে) সকাল ১০ টায় সিভিল সার্জন কার্যালয়ের প্রধান ফটক থেকে এক র‌্যালি বরে হয়ে জেলা ইপিআই ভবন মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।

সুনামগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে উদ্যোগে ও সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন এণ্ড রিসার্চ (সিআইপিআরবি)-এর সহযোগিতায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ডেপুটি সিভিল সার্জন শুকদেব সাহা।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (গাইনী) ডা. লিপিকা দাস, ইউএনএফপিএ(মাতৃ স্বাস্থ্য) প্রোগ্রাম স্পেশালিস্ট ডা. অনিমেষ বিশ্বাস, বাংলাদেশ সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন এণ্ড রিসার্চ-এর (প্রজনন ও শিশু স্বাস্থ্য বিভাগের উপপরিচালক ডা. আবু সাঈদ মো. আব্দুল্লাহ, আবাসিক মেডিকেল অফিসার ডা. লোপা দত্ত, বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস-এর সুনামগঞ্জ জেলা সংবাদদাতা মোহাম্মদ শাহজাহান চৌধুরী প্রমুখ।

সভার শুরুতে প্রজেক্টরের মাধ্যমে সুনামগঞ্জ জেলায় ফিস্টুলা কার্যক্রম ও সেবা সম্পর্কে বিভিন্ন তথ্য উপস্থাপন করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. রাজেশ সিংহ মিথুন।

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com