বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

অভিবাসনপ্রত্যাশীদের নির্যাতন, ইতালিতে ২ বাংলাদেশির কারাদণ্ড

অনলাইন ডেস্ক
  • মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারি, ২০২২, ৯:১১ পিএম

অভিবাসনপ্রত্যাশী ব্যক্তিদের আটকে রেখে নির্যাতনের দায়ে দুই বাংলাদেশিকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন ইতালির একটি আদালত। তাদের বিরুদ্ধে অভিযোগ, আফ্রিকার দেশ লিবিয়ায় একটি ক্যাম্পে অভিবাসনপ্রত্যাশী মানুষদের আটকে রেখেছিলেন তারা। সেখানে তাদের ওপর শারীরিক নির্যাতন চালানো হয়।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজের এক প্রতিবেদনে গত সোমবার এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সাজাপ্রাপ্ত দুই বাংলাদেশির নাম পাজরুল সোহেল ও হারুন মোহাম্মদ। ইতালির সিসিলি অঞ্চলের পালেরমো শহরের একটি আদালত স্থানীয় সময় গত রোববার এ রায় দেন।

পালেরমোর সরকারি কৌশলি (পিপি) গ্রে ফেরেরা এ মামলার তদন্তে যুক্ত ছিলেন। তিনি জানান, সাজাপ্রাপ্ত সোহেল ও হারুন ২০২০ সালের ২৮ মে নৌকায় ভূমধ্যসাগর পেরিয়ে সিসিলিতে পৌঁছান। এর পরই তাঁদের বিরুদ্ধে অভিযোগ জানান কয়েকজন অভিবাসনপ্রত্যাশী।

সোহেল ও হারুনের বিরুদ্ধে অভিযোগ, লিবিয়ার অভিবাসী ক্যাম্পে ওই দুই ব্যক্তি অভিবাসনপ্রত্যাশী ব্যক্তিদের মাসের পর মাস আটকে রেখেছিলেন। তারা অভিবাসনপ্রত্যাশী মানুষদের মারধর ও শারীরিক নির্যাতন করতেন। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ওই বছরের ৬ জুলাই তাদের আটক করে সিসিলি পুলিশ।

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com