বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

সুনামগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা সম্পন্ন

সুনামগঞ্জ প্রতিনিধি
  • শুক্রবার, ২৩ মে, ২০২৫, ১০:৩৯ পিএম

সুনামগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫-এর ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৩ মে) বিকেল ৪ টায় সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা সুনামগঞ্জ সদর উপজেলা টিম ও জেলার ছাতক উপজেলা টিমের মধ্যে অনুষ্ঠিত হয়।

৯০ মিনিটের খেলার দ্বিতীয়ার্ধে প্রথমে গোল করে ছাতক উপজেলা টিম। এর কিছু পরে ছাতক টিমের ডিবক্সের মধ্যে ওই টিমের খেলোয়ার হ্যন্ডবল করলে সদর টিমের অনুকুলে ট্রাইব্রেকার অনুষ্ঠিত হয়। ওই ট্রাইব্রেকারে সমতা আনে সদর উপজেলা টিম। নির্ধারিত সময়ের মধ্যে খেলায় উভয় পক্ষে সমতা থাকায় ৫টি করে ট্রাইব্রেকার দেয়া হয়। ট্রাইব্রেকারে সদর উপজেলা টিম ৪টি গোল করে এবং ছাতক উপজেলা টিম ৩টি গোল করে। এতে ৫-৪ গোলে বিজীয় হয় সদর উপজেলা টিম।

জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলায় সর্বোচ্চ গোলাদাতা নির্বাচিত হন ছাতক উপজেলা টিমের খেলোয়ার রাজ উদ্দিন এবং ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন সদর উপজেলা টিমের খেলোয়ার ইকবাল হোসেন।

সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের আহŸায়ক মোহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার তোফায়েল আহমদ।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, প্রাক্তন খেলোয়র ও জেলা বিএনপি নেতা আকবর আলী, নাদের আহমদ, শেরে নূর আলী, ইউপি চেয়ারম্যান আব্দুল হাই, জেলা ক্রীড়া অফিসার আল আমিনসহ খেলোয়ারগণসহ বিপুল সংখ্যক ক্রীড়ামোদি ও দর্শক উপস্থিত ছিলেন

পরে বিজয়ী খেলোয়ারদের হাতে সাড়ে ৭ ভরি ওজনের গোল্ডকাপ এবং রানার্সআপ খেলোয়াদের হাতে ব্রোঞ্জের কাপ তুলে দেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

এর আগে ১১ মে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে উদ্বোধনী দিনে জেলার দোয়ারা বাজার উপজেলা টিম বনাম জামালগঞ্জ উপজেলা টিমের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়।

এ খলায় দোয়ারা বাজার উপজেলা টিম ২-১ গোলে জামালগঞ্জ উপজেলা টিমকে হারিয়েছে।

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com