নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি নিজের জমি সুরক্ষিত রাখি এশে¬াগানকে সামনে রেখে সুনামগঞ্জে ৩ দিন ব্যাপী ভূমি মেলার উদ্বোধনী দিনে বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
রোববার ( ২৬ মে) সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটক থেকে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ এসে ভূমি সেবা অটোমেশন: বিদ্যমান চ্যালোসমূহ ও উত্তরণের পথ নকশা”সেমিনারে মিলিত হয়।
র্যালিতে অংশ নেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) বিরোধা রানী রায়, অতিরিক্ত জেলা প্রশাসক(উন্নয়ন ও মানবসম্পদ) তাপস শীলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিরোদা রানী রায়ের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথর বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিরাল মিয়া। বিশেষ অতির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল।
সেমিনারে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিরোদা রানী রায় জানান, স্বচ্ছ, দক্ষ, আধুনিক ও টেকসই ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে ভূমির সর্বোত্তম ব্যবহার এবং ভূমি সংক্রান্ত জনবান্ধব সেবা নিশ্চিত করার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক এই মেলার আয়োজন করা হচ্ছে। জেলার সকল উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসসমূহে এই মেলা চলবে। একই সাথে মেলায় জেলার সকল উপজেলা ভূমি অফিস ও সকল ইউনিয়ন ভূমি অফিসে সেবা বুথ স্থাপন করা হবে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, ভূমি সংক্রান্ত সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া আমাদের মূল লক্ষ্য। আধুনিক ও ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে আমরা স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে বদ্ধপরিকর। এই ভূমি মেলা সেই লক্ষ্য অর্জনে একটি গুরুত্বপূর্ণ ধাপ। এখানে এক ছাদের নিচে ভূমি সংক্রান্ত সকল প্রকার সেবা, যেমন – অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, ই-নামজারির আবেদন, খতিয়ান সংশোধন, মৌজা ম্যাপ সংগ্রহসহ বিভিন্ন জটিল সমস্যার সমাধান করা যাবে। তিনি আরও বলেন, আমরা চাই সাধারণ মানুষ কোনো রকম ভোগান্তি ছাড়াই তাদের ভূমি সংক্রান্ত কাজ সম্পন্ন করতে পারুক। এই মেলা ভূমি সেবাকে আরও সহজ এবং জনবান্ধব করে তুলবে।
প্রসঙ্গত, জেলার ১২ টি উপজেলায় ১১টি অফিস ও ৩৪টি ইউনিয়ন ভূমি অফিস ও জেলা প্রশাসনের তথ্য সেবা কেন্দ্রে একটি ভূমি সেবা বথ তিনদিন ব্যাপী ভূমি মেলায় সেবা গ্রহীতারা সেবা নিতে পারবেন।